হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১ম নির্বাচনী মতবিনীময় সভা করেন,উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক, সভাপতি আল আমীন ইসলামী যুব সমাজ কল্যান সংস্হা দোহালিয়া, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য নুর হোসেন মোঃ আব্দুল্লাহ।
রবিবার সকাল ১০ টায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজন পুর গ্রামের সর্ব স্তরের জনগণ নিয়ে তার প্রথম নির্বাচনী মত বিনীময় সভা অনুষ্টিত হয়।
জামাল উদ্দিনের সভা পতিত্বে বক্তারা বলেন, নুর হোসেন আমাদের ছেলে, আমাদের সন্তান আমরা তাকে সমর্থন করি তাকে আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে ভোটের মাধ্যমে জয়ী করতে চাই। এসময় আরো বক্তব্য রাখেন।
মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাকেন মোঃ আরজ আলী, মোঃ নুর মিয়া, গোলাম রব্বানী, জাহাঈীর আলম,হাজূী ূ নছর উদ্দিন,নোমান মিয়া,গিয়াসুদ্দিন, আলী হায়দার,হুবুল্লা,আকদ্দছ,সফিকমিয়া, সুয়েব মিয়া, খোকন,নাজিম,আবিদ মিয়া,আঃ হামিদ,আসিক মিয়া,আলীবুর প্রমুখ।

