ফরিদপুরের বোয়ালমারীতে জঙ্গী মাদক সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১২, ২০১৯

ফরিদপুরের বোয়ালমারীতে জঙ্গী মাদক সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের বোয়ালমারী থানা চত্বরে মঙ্গলবার সকাল ১১টায় জঙ্গী, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ সভায় থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মো. আমিনুল হক বাপ্পি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল।
আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আ. রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সদস্য সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক।
 
পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি তার পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কোন অভিযোগ থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

Post Top Ad

Responsive Ads Here