মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয় লাভ করেছে।
গতকাল রবিবারে অনুষ্ঠিত খেলায় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৯৬ রানের বড় ব্যবধানে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৩৩ ওভার ৩ বলে ১৭৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আলিফ ৪২, রুপক ২৮ রান করে। উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রফিকুল ৩ টি উইকেট দখল করে । এর জবাবে খেলতে নেমে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ১৮ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে ৭৯ রান করে। দলের পক্ষে রিমন ১৮ রান করে। মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শাহিন ৪ উইকেট দখল করে ।