ফরিদপুরের আবাসিক হোটেল গুলোতে অভিযান, স্কুল ছাত্রীসহ ৩১ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৯

ফরিদপুরের আবাসিক হোটেল গুলোতে অভিযান, স্কুল ছাত্রীসহ ৩১ জন আটক


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩১ জন তরুন-তরুনীকে আটক করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। 
 
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিক্তিতে শহরের গুলশান প্যালেস, রংধনু আবাসিক হোটেলসহ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয় ৩১ জনকে। 
 
আটককৃতদের মধ্যে দুইজন স্কুল ছাত্রী রয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিক ২৯ জন তরুন-তরুনীর প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠান এবং দুই স্কুল ছাত্রীর বয়স ১৮ বছরের নীচে হওয়ায় তাদের ফরিদপুর সেফ হোমে পাঠানো হয়েছে।
 
ভ্রাম্যমান আদালতের বিচারক পারভেজ মল্লিক জানান, অভিযোগের ভিক্তিতে রংধনু আবাসিক হোটেল ও গুলশান প্যালেসে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সুন্দর ও পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন এই কাজের সাথে যে সকল হোটেল গুলো জরিত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।  

Post Top Ad

Responsive Ads Here