রাঙামাটির নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের নের্তৃত্বে রনজিৎ ও মানিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

রাঙামাটির নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের নের্তৃত্বে রনজিৎ ও মানিক

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার বিকেলে শহরের মাউন্টেইন ভিউ হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের ৩ বছর মেয়াদী নতুন এ পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
ফাউন্ডেশনের সকলের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ফাউন্ডেশনের নের্তৃত্বে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়–য়া ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডাঃ নুপুর কান্তি দাশ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি ঊসাং মং, সহ-সভাপতি মোঃ আব্দুল শুক্কুর, সহ-সভাপতি আশীষ কুমার দে, যুগ্ন সম্পাদক শংকর দে,  যুগ্ন সম্পাদক রেজাউল করিম চৌধুরী বাচ্চু, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট রাজিব চাকমা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোষণ চাকমা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক মলয় কিশোর ত্রিপুরা, প্রচার সম্পাদক লিটন শীল, অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মনোজ কুমার ত্রিপুরা, কার্য নির্বাহী সদস্য সঞ্জীব চৌধুরী, কার্য নির্বাহী সদস্য রতন কুমার দে, কার্য নির্বাহী সদস্য জহির আলম, কার্য নির্বাহী সদস্য মোঃ আব্দুল খালেক ও কার্য নির্বাহী সদস্য নীপু মায়া ছেত্রীকে মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। 
উল্লেখ, নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে শুরু থেকে শিক্ষার্থীদের মেধা উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযাগী, উৎসাহী এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি, জিপিএ-৫ প্রাপ্তদের সম্মননা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ’সহ নানামূখী সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে।
#
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি-৩ফেব্রæয়ারী ১৯ইং।

Post Top Ad

Responsive Ads Here