মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুষ্টি সম্বনয় কমিটি ও সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ শাশীম আরা নাজনিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথ,পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,আরএমও ডা.এহসানুল কবির,ডাঃ অলোক কুমার দাস,ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ। এর আগে সকাল ৯টার দিকে পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র্যলি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতেৃত্বে র্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। অপরদিকে মেহেরপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রঙ্গণে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৮টি ষ্টল স্থান পেয়েছে।

