টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার আদাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতীর আনালিয়াবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে সেলিম (১৭) ও একই গ্রামের মোকলেসের ছেলে সাত্তার (১৮)।

স্থানীয়রা জানান, নিহতরা মোটরসাইকেল যোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলো। এসময় উপজেলার আদাবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দ্রæতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। এসময় ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। 

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here