বড়াইগ্রামে আউশ প্রণোদনা সার ও বীজ বিতরনের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৪, ২০১৯

বড়াইগ্রামে আউশ প্রণোদনা সার ও বীজ বিতরনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আউশ প্রণোদনা সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহসান, পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সেক্রেটারী পিকেএম আব্দুল বারী, প্রভাষক  মোয়াজ্জেম  হোসেন বাবলু উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here