বড়াইগ্রামে অটোভ্যানকে বাসের ধাক্কা নিহত ১, আহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৪, ২০১৯

বড়াইগ্রামে অটোভ্যানকে বাসের ধাক্কা নিহত ১, আহত ২

নাটোর প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী একটি বাস একটি যাত্রীবাহি অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ জন নিহত ও আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হচ্ছেন বনপাড়া পৌর শহরের কালিকাপুর গুচ্ছগ্রামের সন্তা বিশ্বাসের ছেলে শ্রীপদ বিশ্বাস (৫৫)। আহত মালিপাড়া এলাকার ওহাব মজুমদারের ছেলে আওয়াল মজুমদার (৪৫) ও গুনাইহাটি এলাকার মৃত খতিব মুন্সির ছেলে ভ্যান চালক জালাল মুন্সি (৩৮)কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অটোভ্যানটি যাত্রী নিয়ে বনপাড়া থেকে গুনাইহাটি যাচ্ছিলো। এ সময় নাটোর থেকে পাবনাগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহি বাস অটোভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।  

Post Top Ad

Responsive Ads Here