চরভদ্রাসন-সদরপুর মিলে ফরিদপুর-৪ আসনটি পুনরুদ্ধারের আস্বাস দিলেন-সিইসি কেএম নুরুল হুদা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০১৯

চরভদ্রাসন-সদরপুর মিলে ফরিদপুর-৪ আসনটি পুনরুদ্ধারের আস্বাস দিলেন-সিইসি কেএম নুরুল হুদা


চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের-৪(চরভদ্রাসন ও সদরপুর)মিলে এক সময় ছিল আসনটি বর্তমানে(ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন)। বিভিন্ন সময় রাজনৈতিক নানা হস্তক্ষেপে এ আসনটি বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিলনা উল্লেখ করে এ আসনটি পুনুরুদ্ধার করার আস্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম.নুরুল হুদা। 
উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার বিকাল ৫টার দিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তির সাথে মতবিনিময় সভায় এ উপজেলার আসনটি ২০২০/২১ সাল নাগাদ পুনরুদ্ধারের আস্বাস দেন তিনি। দীর্ঘ ৩৬বছর পর উপজেলা বাসী তাদের অতি কাছের মানুষ (চরভদ্রাসন উপজেলার সাবেক ইউএনও) সিইসি কেএম নুরুল হুদাকে কাছে পেয়ে জাতীয় নির্বাচনের জন্য এ আসনটি পুনরুদ্ধারের দাবী জানান। 
এ সময় এলাকা বাসির বিভিন্ন দাবীর প্রেক্ষীতে প্রধান অতিথির বক্তব্যে সিইসি নুরুল হুদা চরভদ্রাসন উপজেলায় তার চাকুরি জীবনের স্মৃতি চারন করে বলেন ‘ কোনা কাজই কারো একার পক্ষে করা সম্ভব নয়, সকলের সহযোগীতা থাকলে উন্নয়ন মূলক যে কোন কাজ সহজেই করা সম্ভব। এই উপজেলায় দ্রুত স্মার্টকার্ড দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদানের পাশাপাশি পদ্মা নদী বেষ্টিত এই উপজেলার চরাঞ্চলে একটি পর্জটন কেন্দ্র করার ব্যাপারে উপজেলা চেয়ারম্যানকে একটি প্রকল্প তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলেন সিইসি নুরুল হুদা। 
এ সময় তার সহধর্মীনি উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) পূরবী গোলদারে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃমোবাশ্বের হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃআতিকুল ইসলাম(সদর সার্কেল),আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃনুরুজ্জামান তালুকদার,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃনওয়াবুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব মোল্যা,ইউপি চেয়ারম্যান মোঃইয়াকুব আলী,মোঃআজাদ খান,ব্যাবসায়ী মোঃনজরুল ইসলাম,মোঃকরিম মোল্যা ও শিক্ষক মোঃইব্রাহীম খলিল প্রমুখ । 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ০১/০৮/১৯৮৩ ইং হতে ০৪/০৭/১৯৮৫ ইং পর্যন্ত চরভদ্রাসন উপজেলায় প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিকেলে তিনি উপজেলায় আসলে উপজেলা প্রশাসন তাকে ফুল দিয়ে বরন করে নেন। প্রায় ৩৬বছর পর পুরোন কর্মস্থলে আসেন তিনি এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন সিইসি কেএম নুরুল হুদা।

Post Top Ad

Responsive Ads Here