সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
হেলমেট ব্যবহার করুন, জীবন রক্ষা করুন-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জেলা পুলিশের উদ্দ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে ট্রাফিক পক্ষ।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর কোতয়ালী থানা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (সদর সার্কেল), ফরিদপুর হেড কোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান (ডিএসবি), কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম, ট্রাফিক ইন্সপেক্টর খুরশিদ আলম, ট্রাফিক ইন্সপেক্টর আমিন হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ইলিয়াস, সার্জেন্ট আসিবুর রহমান, সার্জেন্ট সুজন কর্মকার।
এছাড়াও র্যালীতে উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির েেহাসেন খান বলেন, আজকের র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে জেলার সড়ক দূর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রন হবে বলে আশা করছি।

