ফরিদপুরে এ্যাড. সুব্রত মুখার্জীর উপর হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২১, ২০১৯

ফরিদপুরে এ্যাড. সুব্রত মুখার্জীর উপর হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জজকোর্টের আইনজীবি এ্যাড. সুব্রত মুখার্জী কাজলের উপর বর্বরোচিত হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত ফরিদপুর জেলা আইনজীবি সমিতির কাযালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. বাবু মোল্যা, সাধারন সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত পিপি এ্যাড. দুলাল চন্দ্র সরকার, সুব্রত মুখার্জীর স্ত্রী এ্যাড.  মিতা চক্রবর্তী, এ্যাড. হাবিুবর রহমান হাবিব, এ্যাড. চিরঞ্জীব রায় প্রমুখ।  

বক্তারা দ্রæত সময়ের মধ্যে এ্যাড. সুব্রত মুখার্জী কাজলের উপর হামলাকারীকে গ্রেফতারের দাবী জানান প্রশাসনের কাছে। 
 
উল্লেখ্য গত রবিবার বিকেলে শহরের ঝিলটুলিতে তার নিজ বাড়ীতে সন্ত্রাসী নয়ন ও তার সহযোগিদের দ্বারা হামলার স্বীকার হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর ডায়বেটিক হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সোমবার তার স্ত্রী বাদি হয়ে ফরিদপুর সদর ১নং আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here