ফরিদপুর ভাঙ্গা জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২২, ২০১৯

ফরিদপুর ভাঙ্গা জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি


 
সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভাঙ্গা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সমরজিত চন্দ্র ঘরামীসহ অন্যান্য সকল কর্মচারীর উপর সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকাল সাড়ে ৩টায় জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের আয়োজনে জেলা শহরের জনস্বাস্থ্য ত্তত্ত¡াবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও পরে একই স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের ত্তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ জামালুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল আলম, ষ্টেমেটার মোঃ মতিয়ার রহমান, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, নগরকান্দা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর হোসেন, সদরপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাইমুজ্জামান বিশ্বাস, উচ্চমান সহকারী মোঃ বাকি উল্লাহসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
বক্তরা অবিলম্বে মামলার অপর আসামী ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজাকে আটক করার দাবি জানান। এছাড়া এই ঘটনায় আগামী রবিবার ফরিদপুর অঞ্চলের সকল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস এক ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেন।   
 
উল্লেখ্য গত ১৯ মে রবিবার ভাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সমরজিত চন্দ্র ঘরামীসহ অন্যান্য সকল কর্মচারী নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। পরে সমরজিত চন্দ্র নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এরমধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপুকে আটক করে। বাকি অন্য আসামী ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজাকে আটক করতে পারেনি পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here