ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রসাশনের বিভিন্ন পর্যায়ে প্রবীর সিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, May 22, 2019

ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রসাশনের বিভিন্ন পর্যায়ে প্রবীর সিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন



ফরিদপুর প্রতিনিধি :
ফেসবুকে অব্যহত ভাবে আপত্তিকর ও উষ্কানীমূলক পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে প্রসাশনের নিকট লিখিত আবেদন  করেছে ফরিদপুর প্রেসক্লাব।

 
বুধবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল স্বাক্ষরিত এই আবেদন পত্র ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার হাতে তুলে দেয়া হয়।

 
এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, সাধারন সম্পাদক হাসানউজ্জামান, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।


 
লিখিত আবেদনে বলা হয়, ‘আমারা ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, জনৈক প্রবীর সিকদার তার ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন যাবত ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী স্ট্যাটাস দিয়ে আসছে। একই সাথে সে সমাজের ও রাষ্ট্রের গুরুত্বপূর্ন বিশিষ্টজনদের মানহানিকর ও কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে, যা এই আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তার এহেন কার্যক্রম উদ্দেশ্য প্রনোদিত, হীন-স্বার্থ চরিতার্থ ও সমাজের শান্তি বিঘিœত করার অপচেষ্টার কৌশল বলে আমরা মনে করি।’

 
আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘ইতিপূর্বে ২০০২ সালে ফরিদপুরে কথা কৃষ্ণকলি নামের একটি নাটক নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার উপক্রম হয়, যার সাথে এই প্রবীর সিকদারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এর পর দীর্ঘ দিনের স্থবিরতা নেমে আসে ফরিদপুরের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা সন্দেহাতিত ভাবে প্রমানীত হওয়ায় তাকে সে সময় ফরিদপুর প্রেসক্লাব হতে বহিস্কার করা হয়। বিষয়টি বিবেচনা করে আমরা এই সাংবাদিক নামধারী প্রবীর সিকদারের এহেন মিথ্যা ও ভিত্তিহীন কর্মকান্ডের কারণে গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করছি।’

 
জেলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্টের অপতৎপরতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রবীর সিকদারের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয় এই আবেদনে। এছাড়া প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী , সড়ক জনপথ ও সেতু মন্ত্রী, তথ্য মন্ত্রী , ধর্ম মন্ত্রী , বাংলাদেশ আওয়ামী লীগ , জাতীয় প্রেসক্লাব, পুলিশ বিভাগ , ডিজিএফআই এবং এনএসআই কতৃপক্ষকে এই আবেদন পত্রের অনুলিপি দেয়া হয়।

No comments: