ফরিদপুরে উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১১, ২০১৯

ফরিদপুরে উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগ


ফরিদপুর প্রতিনিধি :
“ট্রাফিক আইন মেনে চলুন, জীবন বাচাঁন” ফরিদপুরে উঠতি বয়সী কিছু ছাত্র-ছাত্রীরা শহরের রাস্তায় নেমে এসেছে সচেতনতা তৈরি করতে মটরসাইকেল চালকদের মধ্যে। তাদের প্রচেষ্টা এবার মটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট পড়ার সংস্কৃতি গড়ে তোলার। 

শনিবার সকাল ১১টার দিকে শহরের হাজেরাতলা মোড়ে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠনের কয়েকজন কলেজ পড়–য়া ছাত্র-ছাাত্রীরা অংশ নেয় পোষ্টার, ব্যানার ও প্লাকাড নিয়ে প্রচারে। 
 
এসময় হেলমেটহীন মটরসাইকেল চালকরা তাদের কথা দিচ্ছেন সামনের দিন গুলোতে তারা যখনই বাইরে বের হবেন হেলমেট পড়েই বের হবেন। এতে একদিকে যেমন সচেতনাবোধ তৈরি হচ্ছে মোটরসাইকেল চালকদের মাঝে, তেমনি জীবনের যে ঝুকি থাকে হেলমেট না পড়ার কারনে সেটার ব্যাপারে তারা তাদের অবহত করেন। 

Post Top Ad

Responsive Ads Here