ফরিদপুরের কৃতিসন্তান ড. যশোদা জীবন দেবনাথ পেলেন এশিয়া অ্যান্ড জিসিসি অ্যাওয়ার্ড পুরুস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৭, ২০১৯

ফরিদপুরের কৃতিসন্তান ড. যশোদা জীবন দেবনাথ পেলেন এশিয়া অ্যান্ড জিসিসি অ্যাওয়ার্ড পুরুস্কার




সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়ান ব্যবসায়ী অ্যান্ড সোস্যাল ফোরাম কর্তৃক প্রদত্ত ‘এশিয়া অ্যান্ড জিসিসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাঁচ বাংলাদেশি। 

এর মধ্যে ফরিদপুরের কৃতিসন্তান টেকনোমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ পেয়েছেন 'দ্য পার্সন অফ দ্য ইয়ার ২০১৮-২০১৯' অ্যাওয়ার্ড।

প্রতিষ্ঠানটির ১১তম এডিশন ২০১৯ উপলক্ষে গত বুধবার দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়েট মার্কেইস হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেওয়া হয়।

এবারের আয়োজনে বাংলাদেশিদের মধ্যে  ‌'দ্য পার্সন অফ দ্য ইয়ার ২০১৮-২০১৯' অর্জন করেন টেকনোমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ।

এছাড়াও একই সম্মাননায় ভূষিত হন বেঙ্গল কমিনিকেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে শহীদ জাহিদ, আব্দুল মোমেন কোম্পানির পক্ষে এএসএম মহিউদ্দিন মোমেন ও ইউনিভার্সেল গ্রুপের পক্ষে সংগীতা।

এ সময় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যবসায়িক সাফল্যের এমন সন্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করায় ফরিদপুরবাসী ড. যশোদা জীবন দেবনাথকে অভিনন্দন জানান। জেলাবাসী তার এমন পুরুস্কার পাওযায় গর্বিত বলে মনে করেন। 

Post Top Ad

Responsive Ads Here