রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পাচ্ছেন ফরিদপুরো নির্মলা রাণী রায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৭, ২০১৯

রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পাচ্ছেন ফরিদপুরো নির্মলা রাণী রায়


ফরিদপুর প্রতিনিধি :
রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায় এর মা নির্মলা রাণী রায়। আজাদ প্রোডাক্টস্ প্রবর্তিত এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তিনিসহ দু’টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন মা। আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’-এর দিনটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্মলা রাণী রায়সহ সব মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
 
মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া নির্মলা রাণী রায় (৭১) স্বল্পশিক্ষিত হলেও তার ছয় ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্বপ্রতিভায় বিকশিত ও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন। এই কারণেই তিনি অন্যদের সঙ্গে ‘রত্নগর্ভা মা-২০১৮’ এ ভূষিত হচ্ছেন বলে আজাদ প্রোডাক্টস্ কর্তৃপক্ষ জানিয়েছে।

নির্মলা রাণী রায়ের স্বামী প্রয়াত অর্দ্ধেন্দু শেখর রায় মুক্তিযোদ্ধা ও সমবায় অধিদফতরের উপ-নিবন্ধক ছিলেন। সাংবাদিক অভিজিৎ রায় ছাড়াও তার অন্য পাঁচ ছেলে হচ্ছেন ফরিদপুর জজকোর্টের এপিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, সাবেক জিএস এ্যাডভোকেট অনিমেষ রায়, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ফরিদপুরের অধ্যক্ষ অপরেশ রায়, ফরিদপুর জজকোর্টের এপিপি ও পল্লী প্রগতি সহায়ক সমিতি ফরিদপুরের আইন কর্মকর্তা এ্যাডভোকেট অলোকেশ রায়, দৈনিক টাকা টাইমস্-এর সহকারী সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়।

আগামী ১২ মে সকাল ১০টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে ‘রত্নগর্ভা মা-২০১৮’ এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে। ওই অনুষ্ঠানেই সব রত্মগর্ভা মাকে এই সম্মাননায় ভূষিত করা হবে।

Post Top Ad

Responsive Ads Here