বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৫, ২০১৯

বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন


ফরিদপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে আসন্ন বাজেট প্রস্তাবনা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ সৈয়দ মোশার্রফ আলী।

 
সংবাদ সম্মেলনে ৭৯ পৃষ্ঠা সম্বলিত বাজেট প্রস্তাবনা পুস্তিকার মূল বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. মো. রেজাউল করিম। এসময় রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনায় বলা হয়, বঙ্গবন্ধুর দর্শন হল ক্ষুধামুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, আলোকিত মানুষ সমৃদ্ধ উন্ত বাংলাদেশ বিনির্মাণ; বঙ্গবন্ধুর জীবন দর্শনের কেন্দ্রবিন্দু ‘মানুষ’ এবং তিনিই শিখিয়ে গেছেন ‘মুক্তি’ পেতে হলে প্রতিষ্ঠা করতে হবে ‘‘শোষিতের গণতন্ত্র’’।
 
প্রস্তাবনায় দুর্নীতি-দুর্বৃত্তায়নের কাঠামোতে আর্থ-সামাজিক উন্নয়ন-কেনো হচ্ছে, কতদূর হবে? সে বিষয়ে গবেষকদের অভিমত ব্যক্ত করেন। এছাড়া আসন্ন বাজেটে বিবেচনার জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির সুপারিশমালা তুলে ধরা হয়।
 
প্রসঙ্গত, একই সময়ে একই বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে ঢাকা সহ দেশের ২৬টি জেলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকার বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত।

Post Top Ad

Responsive Ads Here