ফরিদপুরে ছুটির দুপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত-২, আহত-৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২১, ২০১৯

ফরিদপুরে ছুটির দুপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত-২, আহত-৫





ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের সেনা ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই গ্রামীন জুয়েলার্স এর মালিকসহ নিহত হয়েছে ২জন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ মাইক্রোবাস যাত্রী। নিহত-আহতরা সকলেই একই পরিবারের সদস্য। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো গ্রামীন জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা(৫৫) ও তার বোন আসিয়া বেগম(৪৫)। শুক্রবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে।   

নিহত পরিবারের সদস্য ও ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে তাদের নিজ বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে মাইক্রোবাসটি দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Post Top Ad

Responsive Ads Here