পুলিশের আইজিপি ফরিদপুরে আসছেন সোমবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২২, ২০১৯

পুলিশের আইজিপি ফরিদপুরে আসছেন সোমবার


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে : 
আগামী সোমবার ফরিদপুরে আসছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) ড. মো. জাভেদ পাটোয়ারী। ওইদিন সকালে ফরিদপুর পুলিশ লাইন্স ময়দানে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আইজিপি।

 
এছাড়া নারী পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাকসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি।
 
আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) শাহিদুল ইসলাম, ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here