ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব রথযাত্রা ফিরতি রথযাত্রা দিয়ে শেষ হলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, July 12, 2019

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব রথযাত্রা ফিরতি রথযাত্রা দিয়ে শেষ হলো


 
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফিরতি রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হয়েছে। 
জেলার ঐতিহ্যবাহী এ রথযাত্রা উৎসব উপলক্ষে শুক্রবার সকালে ফরিদপুর শ্রী অঙ্গন থেকে ফিরতি রথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শ্রী আঙ্গনে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী হাজারো’ নারী ও পুরুষ ভক্ত রথের দড়ি ধরে টেনে নেন। গত ৪ঠা জুলাই বৃহস্পতিবার রথযাত্রা দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো।
 
উল্লেখ্য প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবধারায় সীমাবদ্ধ না থেকে উৎসবটি এখন সর্বজনীন হয়ে উঠেছে দেশবাসীর কাছে।

No comments: