ফরিদপুরের মধুখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০৯, ২০১৯

ফরিদপুরের মধুখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা


 
সঞ্জিব দাস ফরিদপুর থেকে : 
ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসক অতুল সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। সহকারি উপজেলা শিক্ষা অফিসার অধীর কুমার বিশ^াসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, মুুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার শেখ আব্দুল ওহাব, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মুনসুর প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মোবাশ্বর আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শান্তা রহমান, থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশীদুল আলম। 
 
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ পুকুরে মৎস পোনা অবমুক্ত করেন এবং অনুষ্ঠান শেষে আদিবাসীদের মাঝে বিভিন্ন অনুদান, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে খেলার উপকরণ ফুটবল, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি ল্যাব পরিদর্শন করেন।
 
উল্লেখ্য জেলা প্রশাসক অতুল সরকার ফরিদপুরে যোগ দেওয়ার পর থেকে তিনি উপজেলা গুলোতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করে চলছেন।

Post Top Ad

Responsive Ads Here