‘গুজবে কান দেবেন না’-আহবানে ফরিদপুরে পুলিশের শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৯, ২০১৯

‘গুজবে কান দেবেন না’-আহবানে ফরিদপুরে পুলিশের শোভাযাত্রা


 
সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
‘গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’-এ আহবানে ফরিদপুরে পুলিশের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সচেতনতা মূলক সপ্তাহ পালনের অংশ হিসেবে এ শোভাযাত্রা বের করা হয়।

 

সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার সামনে থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। পরে বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি থানা রোড, জনতা ব্যাংকের মোড়, মুজিবসড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
 

এসময় শোভাযাত্রা থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। তাতে গুজব প্রতিরোধে করণীয় হিসেবে বলা হয়, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে, এটি সম্পূর্ণ রূপে একটি গুজব, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্র বিরোধী কাজের শামিল, গণ পিটুনী দিয়ে আহতকরা/মৃত্যু ঘটানো ফৌজদারি অপরাধ, কাউকে সন্দেহ হলে তাকে গণ পিটুনী না দিয়ে পুলিশের হাতে তুলে দিন, ফেসবুক, টুইটার, ইউটিউব, বøগ এবং মোবাইলে এ ধরণের পোস্ট, মন্তব্য শেয়ারও গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুর করেছে।
 

মিছিল শেষ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. সাইফুজ্জামান।
 

সচেতনতামূলক এ শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শাহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো, আতিকুল ইসলাম, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম, পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন, পরিদর্শক (অপারেশন) নাজননীন খানম, পরিদর্শক ইন্টিলিজেন্স মিজানুর রহমান, উপ-পরিদর্শক বেলাল হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here