ফরিদপুরের হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, নতুন ভর্তি ৬৫জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, August 07, 2019

ফরিদপুরের হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, নতুন ভর্তি ৬৫জন


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৫জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুরের হাসপাতাল গুলোতে ২৩৬জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

 
প্রতিদিনই ফরিদপুর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির পাচ্ছে। ফলে সরকারী-বেসরকারী এবং উপজেলা হাসপাতাল গুলোতেও ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছে। এদিকে চাহিদার তুলনায় জেলার হাসপাতাল গুলোতে স্যালাইন ব্যাগের সংকট দেখা দিয়েছে। 

আজ সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আ: জলিল নামে একজন রুগীর মুত্যু হয়। পরে তাকে ফমেকের মৃত্যু ছাড়পত্রে ডেঙ্গু রুগী লেখা হলেও দুপুরের দিকে সাংবাদিকদের জানান ভুলক্রমে ছাড়পত্রে ডেঙ্গু রুগী লেখা হয়েছে। তবে তিনি কিড্নী রোগে মারা গিয়েছেন বলে জানান ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা। 

এপর্যন্ত ডেঙ্গু রুগী চিকিৎসা শেষে ১২১জন বাড়ী ফিরেছেন এবং ৩০জন উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র নিয়েছেন।

No comments: