ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১২৭, আতঙ্কে জনসাধারন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০২, ২০১৯

ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১২৭, আতঙ্কে জনসাধারন!

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১২৭ জনে। গত ২০ জুলাই থেকে ২ আগষ্ট সকাল পর্যন্ত ফরিদপুরের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১২৭জন।

 এরমধ্যে ১ আগষ্ট বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে। ৩০জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গুতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ভয়ের কোনো কারণ নেই একটু স্বাস্থ্য সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। 

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, ফরিদপুরে চিকিৎসাধীন ও চিকিৎসা নেয়া ডেঙ্গু আক্রান্ত ১২৭জন রোগীর মধ্যে ১৪ জন ফরিদপুরে অবস্থান কালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকিদের বড় অংশ এসেছে ঢাকা থেকে। এছাড়া রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন কিংবা নিচ্ছেন। তিনি আরো জানান, দিন শেষে ডেঙ্গু আক্রান্ত ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেছেন শারমীন (২২) নামের এক তরুণী।


Post Top Ad

Responsive Ads Here