ফরিদপুর ফমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৭, ২০১৯

ফরিদপুর ফমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত সুমন সেক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  সে মাগুরা জেলার চাদঁপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র। শনিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
 
হাসপাতাল সূত্রে জানাযায়, সুমন সেক মাগুরা থেকে ডেঙ্গু নিয়ে গত ১২ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। পরে শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে এ নিয়ে সরকারী হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো।  
 
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছেন ৭৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৬ জন এখন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ১৩০ জনকে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৬জন রোগি।
 
গত ২০ জুলাই থেকে ১৭ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১০০ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৭০জন।
 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বলু এক ডেঙ্গু রোগির মৃত্যুর কথা স্বীকার করে জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এখন হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৩৩১ জন। এতো রোগির ভর্তির কারনে বেডের সমস্যা তৈরি হয়েছে মেডিকেলে। হাসপাতালের কোথাও কোন বেড নেই। তারপরেও আমরা সকলে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্ব্বোচ সেবা দেওয়ার জন্য রোগিদের।

Post Top Ad

Responsive Ads Here