চরভদ্রাসনে পৃথক স্থানে ঝুলন্ত ও অজ্ঞাত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৯

চরভদ্রাসনে পৃথক স্থানে ঝুলন্ত ও অজ্ঞাত লাশ উদ্ধার


নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে:
 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার সন্ধায় সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামে র্স্বনা আক্তার (১৩) নামে এক কিশোরীর এবং গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মার চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

জানা যায়, নিহত স্বর্না সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের মৃত মুন্নাফ বেপারীর ছোট মেয়ে। সে রোকনউদ্দীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্বর্নার বড় বোন বন্যা আক্তার জানান, ওই দিন বাড়ির সবাই পার্শ্ববর্তী পদ্মা নদীতে নৌকা বাইচ দেখতে যাই। এ সময় স্বর্না অসুস্থতার অযুহাত দেখিয়ে বাড়িতে একা থেকে যায়। নৌকা বাইচ শেষে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও স্বর্না দরজা খুলেনি।পরে স্থানীয়দের সহাযোগিতায় দরজা ভেঙে স্বর্নাকে আড়ার সাথে গলায় ওড়না পেচানো  অবস্থায় পাওয়া যায়। পরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।

 এদিকে শনিবার বিকেলে হাজিগঞ্জ বাজারের উত্তর-পুর্ব দিকে প্রায় ১ কি.মি দুরে পদ্মায় স্থানীয় মাদ্রাসার কিছু ছেলে গোসল করতে নামে।গোসলের সময় তারা হাত দিয়ে নদীর পাড় দিয়ে মাছ সংগ্রহ করতে থাকে।এক পর্যায়ে সদ্য সৃষ্টি হওয়া পদ্মার চরের কাছাকাছি গেলে তারা দুর্গন্ধ পায়।পরে তারা স্থানীয়দের বিষটি অবগত করলে স্থানীরা চরভদ্রাসন থানা পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে চরভদ্রাসন থানা ইনচার্জ হারুনর রশীদ তার টিম নিয়ে লাশ দুটি উদ্ধার করে। তিনি জানান,লাশ দুটো ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here