দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ

সময় সংবাদ ডেস্ক//
দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে একাই অবস্থান নেন ড. ফরিদ খান।

পরে সিনেট ভবনের সামনে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে বর্তমান প্রশাসনকে স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ উল্লেখ করে প্রশাসনের অপসারণ দাবি করেন শিক্ষকরা। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

‘দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই, শিক্ষকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’ এরকম একটি প্ল্যাকার্ডে প্রতিবাদ জানান তিনি। 

এদিকে, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের অপসারণের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। এ দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

একই দাবিতে শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরাও। শিক্ষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে অংশ নেন তারা। শিক্ষার্থীরা দুর্নীতির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, স্বজন-প্রীতির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গো নিউজ২৪/

Post Top Ad

Responsive Ads Here