মেহেরপুরে দু'দল সন্ত্রাসীর গোলাগুলিতে বাক্কা নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৪, ২০১৯

মেহেরপুরে দু'দল সন্ত্রাসীর গোলাগুলিতে বাক্কা নিহত


মেহের আমজাদ, মেহেরপুর // 
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে দু’দল সন্ত্রাসীদের গোলাগুলিতে ইসমাইল হোসেন বাক্কা(৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে সিরাজুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাডিয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এস.আই আব্বাস আলী জানান, মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গুলা গুলির শব্দ শুনে তারা অভিযানে যায়। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে দেখতে পায়, সেখান থেকে তকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে এলাকাবাসী ইসমাইল হোসেন বাক্কার পরিচয় নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে দু’দল সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

Post Top Ad

Responsive Ads Here