খুলনায় মদ্যপানে ২ ভাইসহ ৫ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

খুলনায় মদ্যপানে ২ ভাইসহ ৫ জনের মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় পূজার অনুষ্ঠান উপলক্ষে মদ্যপানে দুই ভাইসহ ৫ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতদের মধ্যে একজন মঙ্গলবার গভীর রাতে মারা যান। অন্য চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান।

নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্র‌সেন‌জিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার প‌রিমল।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here