সময় সংবাদ ডেস্ক//
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনেই মধ্যপ্রদেশ থেকে তার দেহভস্মের কিছু অংশ চুরি হয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতিকারীরা তার পোস্টারে কালি দিয়ে লেখে দেয় 'রাষ্ট্রদ্রোহী'। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছিল মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এই ঘটনা ঘটেছে।
ওইদিন রেওয়া জেলার লক্ষ্মণবাগের গান্ধীভবনে দলীয় কর্মীদের সঙ্গে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন কংগ্রেস নেতা গুরমিত সিংহ। ঘটনাটি প্রথম তারই নজরে আসে। গুরমিত তখনই থানায় গিয়ে অভিযোগ জানান।
ইতিমধ্যেই কংগ্রেস কর্মীরা দুষ্কৃতিকারীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গান্ধীভবনের সামনেই।
সংবাদমাধ্যমকে গুরমিত বলেন, গান্ধীর খুনি নাথুরাম গডসের প্রেমিকরাই এই অপকর্ম করেছে। আমরা আশা করছি পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

