ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুচ্ছ কারনে টিসি দেবার ধমক দেওয়ায় স্কুলে যেতে ভয় পাচ্ছে সে।
ঘটনা আর বিবরণে জানা যায়, সোমবার শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা আফরোজা বেগম বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী সুদিপ্তা কর্মকারকে টিসি দেবার ধমক দিয়ে স্কুলে অভিভাবকে নিয়ে আসতে বলেন। এতে সে ভয় পেয়ে যায় পরের দিন মঙ্গলবার বাড়িতে ঘটনাটি জানিয়ে স্কুলে আসতে চায় না।
তার অভিভাবক মানিকগঞ্জ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল কর্মকার অভিযোগ করে বলেন, সামান্য একটি কারনে একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের প্রধান এমন ধমক দিতে পারে তা জানা ছিল না। তাছাড়া তিনি আরও কিছু অশালিন বাক্য উচ্চারণ করে আমার মেয়েকে ধমক দিয়েছে এতে তার মানসিক অবস্থা দূর্বল হয়েছে এবং সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। আমি বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছি।
অন্যদিকে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি খারাপ কিছু বলিনি ক্লাশ ফাকি দিয়ে অন্য একটি ক্লাশের রুমে সুদিপ্তাসহ কয়েকটি মেয়ে বসে ছিল আমি তাদেরকে কেন এখানে ক্লাশ বাদ দিয়ে বসে আছো জানতে চাইলে সে জানায় আজ ধর্ম পরীক্ষা তাই এখানে বসেছি। টিসি দেবার ধমক দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি প্রথমে গরিমসি করেন পরে বলেন হ্যা আমি টিসি দেবার করা বলেছি সেই সাথে তার অভিভাবককেও সাথে নিয়ে আসতে বলেছি। আমি শিক্ষক আমার দের হাজারেরও বেশী মেয়েদের খোজ খবর রাখতে হয় আমি শাসন করেছি।
এদিকে ভয় পাওয়া শিক্ষার্থীর পরিবার জানান আমাদের মেয়ের স্কুল ক্লাশ ফাকি দেবার ইতিহাস আছে কি না তদন্ত করে দেখা হোক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আচরণ এমন হওয়া কি উচিত?

