মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
“আজকের শিশু আনবে আলো বিশ^টাকে রাখবে ভালো” এই প্রতিপাদ্যে এ দিন সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার উদযাপন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র্যালীটি পধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সফিউল আযমের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান প্রমুখ।