দিল্লিতে ঢুকে পড়েছে ৪ জঙ্গি, অরেঞ্জ অ্যালার্ট জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

দিল্লিতে ঢুকে পড়েছে ৪ জঙ্গি, অরেঞ্জ অ্যালার্ট জারি

সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তান ভিত্তিক ইসলামি চরমপন্থি সংগঠন ‘জইশ-ই-মহম্মদের’ ভয়ংকর চার জঙ্গি বড় ধরনের কিলিংমিশন নিয়ে দিল্লিতে ঢুকে পড়েছে, তারা শারদীয় দূর্গাপূজার উৎসবের যে কোনো মন্ডবে কিংবা রাষ্ট্রিয় গুরুত্বপূণ কোনো স্থাপনায় হামলা চালাতে পারে। ভারতীয় গোয়েন্দাদের এই তথ্যে দেশেজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সতর্কাবস্থায় আছে দেশটির নিরাপত্তা বাহিনী। জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট।

দিল্লি পুলিশের একটি বিশেষ সেলের কাছে রাজধানীতে জঙ্গিদের উপস্থিতি এবং হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তাটি আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসা তথ্যানুযায়ী জইশ-ই-মোহাম্মদের জঙ্গিরা বিমানঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার জঙ্গির সঙ্গেই ভারী অস্ত্র ও বিস্ফোরক থাকতে পারে। এদের নাশকতার আশঙ্কায় দিল্লিজুড়ে বিশেষ করে নগরীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনীগুলো।

সন্ত্রাসীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করে তাদের পরিকল্পনা করেছে বলে ধারণা করছে গোয়েন্দারা। এসব তথ্য পাওয়ার পরই ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়।

এদিকে দিল্লিতে জঙ্গি হামলার সতর্কতা এমন এক সময়ে ছড়িয়ে পড়লো যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে ভারত অবস্থান করছেন। ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী অবশ্য জানিয়েছে , বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে জঙ্গি সতর্কতার কোনো সম্পর্ক নেই।

গো নিউজ২৪/

Post Top Ad

Responsive Ads Here