মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে ইউপি সদস্য সহ ২ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৫, ২০১৯

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে ইউপি সদস্য সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ   
মহেশপুরে পৃথক অভিযানে ইউপি মেম্বার সহ বিপুল পরিমান মাদক সহ ২জনকে আটক করেছে ৫৮ বিজিবি।বিজিবি সূত্রে প্রকাশ, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির টহল দল অভিযান চালিয়ে উপজেলার শ্যামকুড় মাঠের ভিতর থেকে কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের গডফাদার শ্যামকুড় গ্রামের শাখাওয়াতুল্লা শেখের ছেলে শ্যামকুড় ইউপি সদস্য বিশারত আলী বিশু(৪৫) কে ২পিচ ইয়াবা, ২টি সীম, ২টি মোবাইল এবং ১টি দেশীয় অস্ত্র চাপাতিসহ আটক করে। ৫৮বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, ইউপি সদস্য বিশারত আলী বিশু দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী সিন্ডিকেট পরিচালনা করে আসছে। সে বিভিন্ন সময়ে তার লোকজন দিয়ে বিজিবি টহলের উপর আক্রমন এবং সরকারী কাজে বাধা প্রদান করে। অন্যদিকে খোসালপুর বিওপি অভিযান চালিয়ে খোসালপুর কারবালার মাঠ থেকে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করে এছাড়া যাদবপুর বিওপি কানাইডাংগা মাঠের ভিতর থেকে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে এবং শ্যামকুড় বিওপি অভিযান চালিয়ে শ্যামকুড় গ্রামের একটি বাঁশবাগানের ভিতর থেকে ঐ গ্রামের আতাউর রহমানের ছেলে সম্রাট হোসেন (২২) সহ ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here