ঝিনাইদহপ্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার বিকালে তীব্র বৃষ্টির সময় বর্জ্রপাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় লড়াইঘাটা গ্রামের মোঃআমিনুর ইসলাম(৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।নিহত আমিনুর ইসলাম- শ্যামকুড় ইউপির লড়াইঘাটা গ্রামের দিলু মিয়ার জামাতা।নিহত আমিনুর,শ্যামকুড় বাজারে দীর্ঘদিন ওয়ার্কসপের ব্যাবসা করছিলো।সে তার ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আকস্মিক বৃষ্টির কারনে পথিমধ্যে শাহানুরের আমবাগান নামক স্থানে একটি চালের নিচে আশ্রয়রত অবস্থায় বর্জ্রপাতে নিহত হয়।একই চালের নিচে থাকা শ্যামকুড় ও নয়াপড়া গ্রামের আরো তিন-চারজন বর্জ্রপাতে আহত হয়।আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের শ্যামকুড় বাজারে পল্লিচিকিৎসকের নিকট নিয়ে যায়।আহতদের সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে যায়।নিহত আমিনুর ইসলাম স্ত্রী-পুত্র ও দুটি কন্যা সন্তান রেখে মারা যায়।পরদিন শুক্রবার বেলা ১১টায় লড়াইঘাটা সামাজিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।

