বুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিলেন ভিসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

বুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিলেন ভিসি

সময় সংবাদ ডেস্ক//
বুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। শুক্রবার বিকেলে বুয়েটের অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হয়।

বৈঠকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ইয়াজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাসুদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত আছেন। বৈঠকের শুরুতে আবরার ফাহাদ স্মরণে এক নীরবতা পালন করা হয়। 

বৈঠকে বসতে বেলা ৩টার পরই বুয়েটের বিভিন্ন হল ও ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা অডিটরিয়ামে প্রবেশ করতে থাকেন। 

শিক্ষার্থীরা জানান, তাদের কয়েক দফা দাবির মধ্যে ভিসি স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতেই বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ভিসি সাইফুল ইসলাম। 

শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, সেগুলো বুয়েট প্রশাসন কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন ভিসি।

এ আলোচনার মাধ্যমে বুয়েটের চলমান অস্থির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সকালে পঞ্চমদিনের মতো অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা তখন সাংবাদিকদের জানান, দাবি আদায়ে তারা অনড় থাকবেন। উপাচার্যের কথা আশ্বস্ত না হলে সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here