জহুরুল-মুশফিকের অর্ধশতক, তাইজুলের ৪ উইকেট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

জহুরুল-মুশফিকের অর্ধশতক, তাইজুলের ৪ উইকেট

সময় সংবাদ ডেস্ক//
জাতীয় ক্রিকেট লিগের আসরে প্রথম ইনিংসেই রানের দেখা পেয়েছেন জহুরুল ইসলাম অমি ও মুশফিকুর রহিম। তারকা দুই ব্যাটার অর্ধশতক হাঁকানো ইনিংস খেললেও ঢাকা বিভাগের বিপক্ষে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রাজশাহী বিভাগ।

ফতুল্লায় লিগের প্রথম স্তরের ম্যাচটিতে প্রথম ইনিংসে ঢাকার করা ২৪০ রানের জবাবে ৬ উইকেটে ১৭৩ রানে শুক্রবারের খেলা শেষ করেছে রাজশাহী। অধিনায়ক জহুরুল ৫৭ রানে অপরাজিত আছেন। ১৪ রান নিয়ে ব্যাট করছেন ফরহাদ রেজা।

আগের দিন ১৪৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ঢাকা বিভাগ। ১২ রানে অপরাজিত থাকা তাইবুর একাই দলকে টেনে নিয়েছেন। শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকে ছয় নম্বরে নামা এই ব্যাটসম্যানের ১২৩ বলের ইনিংসটিতে রয়েছে ৯ চার ও একটি ছক্কার মার।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তাইজুল ইসলাম। ৯২ রানে চারটি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

জবাবে দলীয় ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে রাজশাহী। এই অবস্থা থেকে দলকে টেনে নিয়ে যায় জহুরুল-মুশফিকের ১২১ রানের জুটি।

দলীয় ১৩৫ রানে শুভাহত হোমের বলে রাকিবুল হাসানকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়া হন মুশফিক। এর আগে ১১৬ বলে সাত চার ও তিন ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যান।

ঢাকার বোলারদের মধ্যে ৪০ রানে তিনটি উইকেট নেন সুমন খান। একটি করে উইকেট নেন সালাউদ্দিন সাকিল, নাজমুল ইসলাম ও শুভাগত।

প্রথম ইনিংসে ঢাকা থেকে এখনও ৬৭ রানে পিছিয়ে রাজশাহী। হাতে আছে চার উইকেট।

Post Top Ad

Responsive Ads Here