রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  মাদক বিরোধী সমাবেশ করেছে,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায়  প্রতিষ্ঠানটির উদ্যোগে রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। 

এসময় রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ, রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রণতোষ মল্লিক, রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্তা কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ও রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু উপস্থিত ছিলেন।

সামবেশে রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেছেন, পার্বত্যাঞ্চ্ােল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাই মাদক সর্ম্পকে সবাইকে সচেত করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোন মাদক সেভি ও ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। পাহাড়ের আনাছে কানাছেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি রাঙামাটি জেলাকে মাদক মুক্ত করতে সকল জাতিগোষ্ঠী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদক নির্মুল করতে মাদক দ্রব্য অধিদপ্তর কাজ করছে। এরই মধ্যে রাঙামাটি জেলায় মাদক দ্রব্য অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকলে দ্রæত রাঙামাটিকে মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষনা করা যাবে। তাই রাঙামাটিকে মাদক মুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। গোপনে তথ্যদিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান তিনি। 

পরে রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের মাদক বিরোধী সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকে জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পক্ষ থেকে সচেতমূল্য ¯েøাগান সম্মেলিত একটি স্কেলও উপহারদেন। 

Post Top Ad

Responsive Ads Here