দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৪, ২০১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সময় সংবাদ ডেস্ক//
পদ্মায় প্রবল স্রােতের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছেন ঘাট কতৃপক্ষ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১টা থেকে লঞ্চ বন্ধের ঘোষণা দেন কতৃপক্ষ।
লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী। তিনি বলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণ আগে ঘাট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে নদীতে তীব্র স্রােত দেখার পর তিনি নদী স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নদীতে এত স্রােত যে লঞ্চ চলতে পারছেনা। কিছু সময় আগে স্রােতের কারণে ঘাটে ভীড়ার সময় দুটি লঞ্চে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতকিংত হয়ে ছুটাছুটি শুরু করে। এ সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। 

তাই যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে আমি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সাথে কথা বলে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেই। নদী স্বাভাবিক হলে আবার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু হবে।

Post Top Ad

Responsive Ads Here