আজও বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৫, ২০১৯

আজও বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল


সময় সংবাদ ডেস্ক//
পদ্মায় প্রবল স্রােতের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার বেলা ১টা থেকে লঞ্চ লঞ্চচলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী। তিনি বলেন, শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয় ঘাট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে নদীতে তীব্র স্রােত দেখার পর তিনি নদী স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দেন। পদ্মা পাড়ের জন্য এখন ফেরী একমাত্র ভরসা, যাত্রীরা সবাই ফেরীতে পারপার হচ্ছেন। পদ্মায় এখনো তীব্র স্রােত রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই লঞ্চচলাচল শুরু হবে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের তথ্যমতে, নদীর দৌলতদিয়া প্রান্তে থাকা ছয়টি ঘাটের মধ্যে ভাঙ্গনের কবলে পরে ১ নম্বর, ২ নম্বর। বাকি ৩ নম্বর, ৫ নম্বর ও ৬ নম্বর ঘাট সচল রয়েছে। কার্যালয়টির সুত্র আরো জানায়, এই নৌরুটে চলাচলের জন্য ১৭ টি ফেরি থাকলেও ৩ বিকল ও ১৪ টি ফেরি সচল রয়েছে। সচল থাকা ফেরিগুলোর মধ্যে রোরো (বড় ) ৫ টি ফেরি সার্বক্ষনিক চলাচল করতে পারছে। বাকি ৯ টি ফেরি স্রােতের কারণে চলতে পারছে না।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, নদীতে স্রােতের কারণে ছোট ফেরিগুলোকে টেনে কয়েক মাইল দুরে নিয়ে যাচ্ছে। বড় ফেরি ঘাটে আসতে সময় লাগছে ২ ঘন্টারও বেশি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আজ সকাল থেকে ঘাট এলাকায় তেমন কোন যানজট নেই। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরীতে যাত্রীদের চাপ রয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here