মেহের আমজাদ, মেহেরপুর//
“সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে । গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ডঃ মোঃ আখতারুজ্জামান, সহকারী কমিশনার সুজন দাশগুপ্ত, কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শফিউদ্দিন,খামারি জাহিদ হোসেন প্রমুখ। এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।