আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ আহম্মদ মোল্যা (৪০) ও গাউস মোল্যা (২০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রাম থেকে তাদের আটক করে। মাদক মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ একটি পুলিশ টিম নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে খলিশাডুবি গ্রামে অভিযান চালিয়ে আহম্মদ মোল্যার বাড়ি থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে। গাঁজার গাছ সংরক্ষনের অপরাধে ঐ গ্রামের মৃত আফছার মোল্যার ছেলে আহম্মদ মোল্যা ও সোহরাব মোল্যার ছেলে গাউস মোল্যাকে আটক করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উদ্ধারকৃত গাঁজার গাছটিতে কাচা অবস্থায় ৯০০ গ্রাম গাঁজা হতে পারে। আটককৃত উভয়কে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।