মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশীপাড়াা সমাজ কল্যাণ সমিতির মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া, উপ-সহকারী পরিচালক মোঃ নাছরুল্লাহ, সহকারি পরিদর্শক শফিউল্লাহ, মেহেরপুর জেলা সম্পাদক মোর্শারফ হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি বাকের আলী, গাংনী উপজেলা সভাপতি আবু জাফর, জেলা সদস্য নুরুল আহমেদ,সুমাইয়া বানু, রফিকুর রহমান প্রমুখ।