ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের সাদেকপুর গ্রামের মাঠের একটি ধানক্ষেত থেকে জুয়েল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের ঘটনা জানা-জানি হলে পরিবারের লোকজন এসে তার পরিচয় শনাক্ত করে।
তিনি আরও জানান, নিহতের গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে সন্ধ্যার পর তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। খবর লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি

