মেহের আমজাদ,মেহেরপুর //
গুজবে কান দিয়ে মেহেরপুর শহরের বেশি দামে লবণ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের গোহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানা স্টোরের মালিক আব্দুস সালাম এর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম এর নেতৃত্বে শহরের গোহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৬০ টাকা কেজি দরে লবণ বিক্রি করার দায়ে রানা স্টোরের মালিক আব্দুস সালাম নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।