ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরে অবস্থিত টাইম ইউনিভার্সিটি বাংলাদেশের ৬টি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের দাবিতে ইউনিভার্সিটি তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেছে। সোমবার সকাল ১০টা হতে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির প্রধান গেট তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এসময় থেমে থেমে তারা শ্লোগান দিয়ে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেনের বিচার দাবি করেন। তারা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দিয়েছে। আর এ খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান।
ইউনিভার্সিটির হাসিব নামে এক শিক্ষার্থী বলেন, তারা ইউনিভার্সিটি সফল ভাবে শিক্ষা গ্রহন করলেও তারা আজ অবধি কোন সার্টিফিকেট পাননি। এখনো কোন ধরনের চাকুরিতে তাদের নেয়া হচ্ছে না। তিনি বলেন এর আগে এ নিয়ে আন্দোলন শুরু করলে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন আমদের পুলিশ দিয়ে আটক করে মিথ্যা মামলা দিয়েছে। তিনি একজন প্রতারক। কলেজের পাঠদানের কোন অনুমোদন না পাওয়ার আগেই তিনি আমাদের ভর্তি করিয়েছে। এতে আজ আমাদের ৬টি ব্যাচের ছাত্র-ছাত্রীদের জীবন ধংস হয়ে গেছে।
সিফাত নামে আইন বিষয়ের এক শিক্ষার্থী বলেন, ইউনিভার্সিটি সরকার অনুমোদন দেয় ১৬ জুন ২০১৩ সালে। এই অনুমোদন পাওয়ার সাথে সাথে এক রোখা প্রকৃতির ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন আমাদের ভর্তি নিয়ে ক্লাস শুরু করে দেন। যা তার সঠিক হয়নি। পাঠদানের কোন অনুমোদন না পাওয়ার আগেই তিনি আমাদের ভর্তি করিয়েছে। পাঠদানের অনুমোদন পায় মূলত ২০১৫ সালের ২৫ নভেম্বর। এর আগে ২০১৪ সালের জানুয়ারী থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তিকৃত ৬টি ব্যাচের শিক্ষার্থীদের জীবন আজ হুমকির মুখে। বয়স চলে যাচ্ছে কোন আবেদন করতে পারছি না।
এসময় ইউনিভার্সিটির রেজিষ্টার প্রফেসর আলাউদ্দিন মোল্যা জানান, এসব বিষয়ে আমাদের চেয়ারম্যান হাইকোর্টে বাদি হয়ে একটি মামলা করে বাংলাদেশ মুঞ্জুরি কমিশনকে বিবাদি করে। আর সেই মামলায় আমরা রায় পেয়েছি। আশা করছি এই ঘটনা দ্রæত সময়ে সমাধান হয়ে যাবে।
শিক্ষার্থীরা এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও মুঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেনের বিচার দাবি করেন।

