জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী অভিযানে ইউপি সদস্য সহ ৬ জন আটক। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৫, ২০১৯

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী অভিযানে ইউপি সদস্য সহ ৬ জন আটক।



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে সাবেক ইউপি চেয়ারম্যান পুত্র ও বর্তমান ইউপি সদস্য সহ মোট ৬ জন কে আটক করেছে থানা পুলিশ। গত (২৩ নভেম্বর) শনিবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আক্কেলপুর থানা পুলিশের একটি দল সমগ্র উপজেলায় অভিযান পরিচালনা কালীন সময়ে গোপিনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারইল গ্রামে অভিযান চালান।

এ সময় পুলিশ দল ওই গ্রামের ইউপি সদস্য মোসলেম উদ্দিন ওরফে মুনির (মেম্বার) (৪২), বারইল গ্রামের রবিউল ইসলাম (৪০) ও সাবেক গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান গহের আলীর ছেলে নাসিমসুজ্জামান (৩৮), রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের রবিউল ইসলাম (৪০) এবং ক্ষেতলাল থানা এলাকার বানিয়াপাড়া গ্রামের সালাউদ্দিন (৪৫) কে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ সহ আটক করেন।

অপরদিকে একই রাতে উপজেলার তিলকপুর নতুন বাজার থেকে হাকিম মন্ডলের ছেলে এমরান হোসেন (ওরফে) মিল্টন (২৩) ও হানিফ মিঁয়ার ছেলে মাসুম (২৫) কে তিলকপুর রেল ষ্টেশনের দক্ষিণ দিক থেকে মাদক সেবনের সময় আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদের বিরুদ্ধে সরকারি নীতিমালায় পুলিশী বাদী হয়ে ২৪ নভেম্বর রবিবার থানায় মামলা দায়ের করে উক্ত আসামীদের জয়পুরহাট জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here