মেহেরপুরে সকল রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ\ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৬, ২০১৯

মেহেরপুরে সকল রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ\ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে


মেহের আমজাদ,মেহেরপুর//
সড়ক ও পরিবহন চলাচলের নতুন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে গতকাল শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন ও চালককেরা।  গত ১লা নভেম্বর থেকে চালু হওয়া সরকারের নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে মটর শ্রমিককেরা। এদিকে হঠাৎ করে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে তারা। প্রয়োজনের তাগিদে অনেকে অবৈধ যান আলগামন,নছিমন, করিমন, ইজিবাইকে বিভিন্ন পথে তারা তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। সকালে সাধারণ যাত্রীরা  টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিভিন্ন অবৈধ যানবাহন ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্য স্থানে যাচ্ছেন।  

মেহেরপুরের কয়েকজন বাস চালক জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন ও বাস চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি। গতকাল শুক্রবার সকালে দিকে কয়েকটি  ঢাকার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে গেলেও কাল থেকে দ‚রপাল্লার বাস বন্ধ রাখবেন বলে শ্রমিকরা জানান। শ্রমিকদের দাবি নতুন আইনের সংশোধন ও তাদের নিরাপত্তা নিশ্চিত হলে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালাবেন। 

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বর্তমানে নতুন যে আইন তৈরি হয়েছে সেই আইনে আমাদের চালকরা আর গাড়ি চালাতে চাইছেন না। নতুন আইনে দুর্ঘটনার কারণে একজন চালকের ৫ লাখ টাকা জরিমানা,এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা,মেহেরপুর -কুষ্টিয়া ও মুজিবনগর সহ সকল আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here