আবুধাবি মাতালেন শাকিব খান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৬, ২০১৯

আবুধাবি মাতালেন শাকিব খান


সময় সংবাদ ডেস্ক//
সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। পরিবেশনায় মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। দক্ষিণী মেগাস্টার মামোত্তি, আতিফ আসলাম, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। বাংলাদেশ সময় রাত ১০ টা নাগাদ মঞ্চে ওঠেন ঢাকাই ছবির শীর্ষ এ নায়ক। তিনি ভিন্ন কায়দায় মঞ্চে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক আনন্দে মেতে ওঠেন। মঞ্চে উঠেই দলবল নিয়ে শাকিব খান তার অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তার অভিনীত ছবির সোয়াগদে, পাগল মন, বেবি জান গানগুলো পারফর্ম করেন মাতিয়ে তোলেন স্টেডিয়ামের হাজারও দর্শক। আবুধাবির এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী বৃহস্পতিবার হলেও খেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে। অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নতুন ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে দুবাই ক্রিকেট বোর্ড। এই আয়োজনে যোগ দিতে ১৩ নভেম্বরে সকালের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শাকিব খান। জানা যায়, তিনি ঢাকা ফিরবেন শনিবার সকালে।

Post Top Ad

Responsive Ads Here